ঝালকাঠি: গাড়ি পোড়ানোর মামলায় ঝালকাঠির নলছিটি উপজেলার জামায়াতের আমির মাওলানা ফিরোজ আলমকে (৪৫)গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার মধ্য গোপালপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
নলছিটি থানার পরিদর্শক(তদন্ত) মাকদুসুর রহমান বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে একদল পুলিশ সকালে অভিযান চালিয়ে উপজেলার মধ্য গোপালপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। সম্প্রতি নলছিটি উপজেলা চেয়ারম্যান ইউনুস লস্করের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলার ২ নম্বর আসামি তিনি। তাকে ঝালকাঠি আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫