সিলেট: সিলেটের মালনীছড়া চা বাগান থেকে পরিত্যাক্ত অবস্থায় ৫টি পেট্রোল বোমা উদ্ধার করেছে র্যাব।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় র্যাবের একটি টহলদল বোমাগুলো উদ্ধার করে।
সেখানে বোমার সঙ্গে একটি ডলফিন দিয়াশলাই (ম্যাচ) পাওয়া গেছে। উদ্ধারকৃত পেট্রোল বোমাগুলো এসএমপি’র বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরী মূলে হস্তান্তর করেছে র্যাব।
র্যাব-৯ এর সহকারি পরিচালক (মিডিয়া) মো. জালাল উদ্দীন আহম্মদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫