ঢাকা: চলচ্চিত্র অভিনেতা ও জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নেতা হেলাল খানকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (১৭ফেব্রুয়ারি) দুপুরে বাড্ডা থানার একটি মামলায় (নম্বর ৩(২)১৫) গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায় পুলিশ।
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাবরিনা আলীর আদালতে এ রিমান্ড আবেদনের শুনানি শেষ হয়েছে। শুনানির আদেশ পরে দেবেন বলে জানিয়েছেন আদালত।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিসি (প্রসিকিউশন) আনিসুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার বিকালে পুরান ঢাকার জনসন রোড এলাকা থেকে হেলাল খানকে আটক করে গোয়েন্দা পুলিশ।
বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫