ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

অভিনেতা হেলাল খানের ১০দিন রিমান্ড চায় পুলিশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
অভিনেতা হেলাল খানের ১০দিন রিমান্ড চায় পুলিশ হেলাল খান

ঢাকা: চলচ্চিত্র অভিনেতা ও জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নেতা হেলাল খানকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (১৭ফেব্রুয়ারি) দুপুরে বাড্ডা থানার একটি মামলায় (নম্বর ৩(২)১৫) গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায় পুলিশ।



মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাবরিনা আলীর আদালতে এ রিমান্ড আবেদনের শুনানি শেষ হয়েছে। শুনানির আদেশ পরে দেবেন বলে জানিয়েছেন আদালত।   

ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিসি (প্রসিকিউশন) আনিসুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

সোমবার বিকালে পুরান ঢাকার জনসন রোড এলাকা থেকে হেলাল খানকে আটক করে গোয়েন্দা পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।