ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

দুই দিনের রিমান্ডে অভিনেতা হেলাল খান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
দুই দিনের রিমান্ডে অভিনেতা হেলাল খান হেলাল খান

ঢাকা: চলচ্চিত্র অভিনেতা ও জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নেতা হেলাল খানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বাড্ডা থানার একটি মামলায় (নম্বর ৩(২)১৫) গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায় নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।



রিমান্ড আবেদনের শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাবরিনা আলীর আদালত।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিসি (প্রসিকিউশন) আনিসুর রহমান বাংলানিউজকে রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।  

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে পুরান ঢাকার জনসন রোড এলাকা থেকে হেলাল খানকে আটক করে গোয়েন্দা পুলিশ।

** অভিনেতা হেলাল খানের ১০দিন রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।