ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

সিলেট মদনমোহন কলেজে ছাত্রদলের তালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
সিলেট মদনমোহন কলেজে ছাত্রদলের তালা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: কেন্দ্রীয় ছাত্রদলের ডাকা ধর্মঘটের সমর্থনে সিলেট মদনমোহন কলেজের প্রধান ফটকে তালা ও ব্যানার ঝুলিয়েছে ছাত্রদল।

মঙ্গলবার (১৭ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তালা ঝুলিয়ে দেয় সিলেট ছাত্রদল।



সংগঠনের নেতা-কর্মী হত্যা, গ্রেফতার ও নির্যাতন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সহাবস্থান এবং অবিলম্বে অবৈধ সংসদ ভেঙ্গে দিয়ে নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে কেন্দ্রীয় ছাত্রদল মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সর্বাত্মক ছাত্র ধর্মঘট কর্মসূচি ঘোষণা করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ছাত্রদল নেতাকর্মীরা কলেজ গেটে তালা মেরে ধর্মঘটের সমর্থনে ব্যানার টানিয়ে দেয়। পরে তারা কলেজের সামনে বিক্ষোভ মিছিল করে।

ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সদস্য ও সাবেক জেলা সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অংশ নেন- মদনমোহন কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শিহাব খান, ক্রীড়া সম্পাদক আকাব আহমদ পলাশ, কলেজ ছাত্রদল নেতা, আবু সুফিয়ান রাজিব, মুক্তার আহমদ মুক্তার, আফজল হোসেন, মাহবুবুল আলম সৌরভ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।