ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

সিলেটে শ্রমিক লীগের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
সিলেটে শ্রমিক লীগের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা দেশব্যাপী অবরোধ-হরতালে সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে মানববন্ধন করেছে শ্রমিক লীগ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপর সাড়ে ১২টায় নগরীর কোর্ট পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।



মানববন্ধনে উপস্থিত ছিলেন- শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা সভাপতি প্রকৌশলী এজাজুল হক, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশীদ চৌধুরী, শ্রমিক নেতা জাকারিয়া আহমদ, আবদুল জলিল, আবদুস সাত্তার, জাহাঙ্গীর খান, প্রসূন প্রতীম দেব, সিরাজুল ইসলাম চৌধুরী, দোলন রঞ্জন দেব, সুশান্ত দেব, মিজানুর, রহমান, শাহ আলম সুরুজ, মকবুল হোসেন খান, আউয়াল হোসেন, রফিক আহমদ, সমরেন্দ্র সিংহ, সাজা মিয়া, আনোয়ার হোসেন, কিবরিয়া আহমদ অপু, ফয়সল আহমদ, আব্বাস আলী, ডা. শেখ রেজাউল করিম প্রমুখ।

এছাড়া জেলা শ্রমিক লীগের বিভিন্ন অংগসংগঠন সংগঠন একাত্মতা পোষণ করে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।