পঞ্চগড়: হরতাল-অবরোধে নাশকতার পরিকল্পনার অভিযোগে পঞ্চগড়ের দেবীগঞ্জে জামায়াত-শিবিরের সাত নেতাকর্মীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- দেবীগঞ্জ উপজেলা শহরের মৃত আব্দুল খায়েরের ছেলে আমির হোসেন (৩৫), নুরুল ইসলামের ছেলে ওমর ফারুক (২৮), মৃত মোখলেছুর রহমানের ছেলে রুহুল আমীন (৪২), মৃত ফজল হোসেনের ছেলে সমর আলী (৩০), আব্দুস ছাত্তারের ছেলে আব্দুল মোন্নাফ (৪১), আব্দুল হামিদের ছেলে আব্দুল কালাম মল্লিক (৪৫) ও হজরত আলীর ছেলে আতাউর রহমান (৪৩)।
আটক ব্যক্তিরা সবাই দেবীগঞ্জ উপজেলার জামায়াত-শিবিরের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়ছার আলী আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫