ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

সরকারের বদনাম হচ্ছে!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
সরকারের বদনাম হচ্ছে! ব্যারিস্টার রফিক-উল হক

ঢাকা: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কার্যালয়ে খাবার প্রবেশে ‘বাধা’ দেওয়ার বিষয়ে জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক বলেছেন, এতে সরকারের বদনাম হচ্ছে। সরকারের উচিত, বাধা না দেওয়া।


 
তিনি বলেন, সরকার যেটা করছে, সেটা উচিত না, অবৈধ। আমি মনে করি, এটা সরকারের জন্যও খারাপ হচ্ছে। সরকারের এতে সুনাম হচ্ছে  না, বদনাম হচ্ছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) খালেদা জিয়ার বাসায় খাবার সরবরাহে বাধা দেওয়ার প্রতিবাদে সুপ্রিম কোর্ট আইনজীবীর ডাকা প্রতীকী অনশনে সংহতি জানিয়ে বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বেলা ১১টা থেকে সোয়া ১টা পর্যন্ত সমিতির সভাপতির কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

রফিক-উল হক বলেন, আমি খালেদার খাবার বন্ধ করা সম্পর্কে কথা বলবো। ১৯৪৮ সালের মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রের ২৫ ধারায় বলা হয়েছে, নিজের ও নিজ পরিবারের স্বাস্থ্য ও কল্যাণের নিমিত্তে পর্যাপ্ত জীবন মানের অধিকার প্রত্যেকেরই রয়েছে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও প্রয়োজনীয় সামাজিক সেবামূলক কার্যাদির সুযোগ থাকবে।

তিনি বলেন,  এটা ১৯৪৮ সালের ঘোষণা। আর এখন ২০১৫ সালে এসে একজন লোকের খাওয়া বন্ধ করছি, তার সুবিধা অসুবিধা বন্ধ করছি। আমরা গণতন্ত্র-গণতন্ত্র করি, যদি সত্যিই আমরা গণতন্ত্র বুঝিয়ে থাকি আমরা জাতিসংঘের সদস্য, সে হিসেবেও এটা মানা আমাদের অবলিগেশন। আমাদের এবং সরকারের উচিত, বাধা না দেওয়া। সরকার যেটা করছেৰ সেটা উচিত না, অবৈধ।

রফিক-উল হক আরো বলেন, আমি মনে করি, এ বিষয়গুলো বিবেচনা করে সরকার এসব বন্ধ করবেন। স্বাভাবিক জীবন যাপন করতে দেবেন। অস্বাভাবিক জীবন যাপন করলে অস্বাভাবিক প্রডাক্ট হয়।

পরে তিনি সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেনকে পানি খাইয়ে অনশন ভাঙান।

এর আগে সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন ত‍ার বক্তব্যে বলেন, নিয়ম রক্ষার নির্বাচনের পর আমরা এক বছর অপেক্ষা করেছি। সরকার বলেছে, আমাদের আন্দোলন করার সাহস শক্তি নাই। এখন সরকার পতন না হওয়া পর্যন্ত আন্দোলনের ডাক দিয়ে তিনি (খালেদা জিয়া) চুপচাপ বসে আছেন। তার একটি বাক্যে সারা বাংলাদেশ কাঁপছে। সরকার বেসামাল হয়ে গেছে।

অনশন কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন, সাবেক সম্পাদক সাইদুর রহমান, বদরুদ্দোজা বাদল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।