নারায়ণগঞ্জ: বাংলাদেশের যেখানেই পেট্রোলবোমা মেরে মানুষ হত্যা ও নাশকতা ঘটানো হবে প্রত্যেক মামলার আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে করা হবে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজারে সফর আলী ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
মায়া বলেন, খালেদা জিয়া শুধু ভণ্ডামির জন্য বাসা ছেড়ে গুলশান কার্যালয়ে অবস্থান করছেন। আপনি যতই ভণ্ডামি করুন না কেন ২০১৯ সালের আগে দেশে কোনো নির্বাচন হবে না। শেখ হাসিনার অধীনে নির্ধারিত সময়েই নির্বাচন হবে।
কলেজের অধ্যক্ষ প্রফেসর কালাম মাহমুদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় এমপি নজরুল ইসলাম বাবু, ইউএনও সামছুল হক, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি শাহজালাল মিয়া, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, সহকারী কমিশনার (ভূমি) শরীফুল হক, কলেজের ভিপি নাঈম আহমেদ, সাবেক ছাত্রনেতা আবু সিদ্দিক বাদল, আলমগীর হোসেন, আমির হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫