ঢাকা: ‘দুই নেত্রী’ বলে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার পাশে তার নামটি উচ্চারিত হোক এমনটা চান না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এতে তার ভীষণ কষ্ট হয়।
মঙ্গলবার জাতীয় জাদুঘরে সাম্প্রতিক সময়ে বিএনপি-জামায়াতের হরতাল-অবোরোধের নামে মানুষ পুড়িয়ে মারার যে অপরাজনীতি চলছে তার তথ্যচিত্র প্রদর্শন ও আলোচনা সভায় অংশ নিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা অনুবিভাগের আয়োজনে এই কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন তিনি।
এতে উপস্থিত ছিলেন মন্ত্রিসভা, জাতীয় সংসদের সদস্যরা, বিভিন্ন দেশের কূটনীতিক, দেশের বিশিষ্ট নাগরিক, খ্যাতিমান সাংবাদিকসহ রাজনৈতিক নেতা-কর্মীরা।
শুরুতেই জাদুঘরের গ্যালারিতে প্রদর্শিত স্থিরচিত্র, মিলনায়তনে প্রদর্শিত ভিডিওচিত্রে প্রধানমন্ত্রী দেখেন বিএনপি-জামায়াতের নৃশংসতার ভয়াবহতা। এতে তার মন বিগলিত হয়। অশ্রুসজল হয়ে পড়েন। অনুষ্ঠানে উপস্থিত আগুনে মৃতদের স্বজন ও দগ্ধদের নিজেদের কথা শুনে বার বার চোখের পানি মোছেন তিনি।
আর বক্তব্য রাখতে গিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন। বার বার বলতে থাকেন, আমি কথা কি বলবো, আমি বলতে পারছি না। বক্তব্য দেওয়ার মতো মানসিক অবস্থা আমার নেই।
প্রধানমন্ত্রী বলেন, যারা মানুষ পোড়ায় সেই খুনিদের সঙ্গে আমাকে এক পাড়ে ফেলে বিচার করবেন না, এতে আমার কষ্ট হয়। যারা ‘দুই নেত্রী’ বলেন তাদের উদ্দেশ্যেই প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমি রাজনীতি নিজের জন্য করি না। আমি মানুষের জন্য রাজনীতি করি। দেশের জন্য রাজনীতি করি। দেশের মানুষকে বাঁচানোর রাজনীতি করি। আর বিএনপি নেত্রী মানুষ পোড়ানোর রাজনীতি করেন।
বিএনপি নেত্রীকে এমন হত্যার রাজনীতি বন্ধ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা এমন জঘন্য কাজ করছে আল্লাহ তাদের বিচার করবে।
তিনি বলেন, আহতদের চিকিৎসা চলছে, নিহতদের পরিবার ও আহতরা সহযোগিতা পাচ্ছে, কিন্তু আর কতো!
মানুষের জান-মাল রক্ষায় যা কিছু প্রয়োজন তার সরকার করবে বলেও ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী আরও বলেন, তিনি দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করছেন। তার সরকার কখনো প্রতিশোধ নিতে যায়নি। ২০০১ সালে ক্ষমতায় এসে বিএনপি-জামায়াত যে প্রতিহিংসা দেখিয়েছে সে কথা স্মরণ করেই তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, পক্ষান্তরে আমরা কখনোই প্রতিশোধের রাজনীতি করিনি। আমি জানি প্রতিশোধের রাজনীতি একবার জ্বললে আর থামবে না।
বাংলাদেশ কোনও জঙ্গি, সন্ত্রাসীর স্থান হবে না বলে আবারও ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, মানুষ এদের ধরিয়ে দিতে শুরু করেছে। তাদের এভাবেই প্রতিহত করতে হবে।
বাংলাদেশ সময় ১৬৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫