পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুকুরের পানিতে ডুবে রিমা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের মুল্লুকচাঁন গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
রিমা মুল্লুকচান গ্রামের আব্দুল রহিমের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার দুপুরে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় রিমা। পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করে।
পরে, পুকুরে রিমাকে ভেসে থাকতে দেখে পরিবারের লোকজন উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. সুজয় সাহা বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করছেন।
বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫