ময়মনসিংহ: সরকার কোনো রাজনৈতিক দমন পীড়ন করছে না বরং সন্ত্রাসীদের দমন করার জন্য আইনানুগ পদক্ষেপ নিয়েছে বলে দাবি করেছেন ময়মনসিংহের ভালুকা উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় দেশে চলমান নাশকতার প্রতিবাদে এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, আন্দোলনের নামে জঙ্গিবাদী, সন্ত্রাসী ও যুদ্ধাপরাধী গণতন্ত্রের এই তিন শত্রুকে হালকা করে দেখা চলবে না।
নাশকতাকারী ও আগুন সন্ত্রাসীদের পরাজিত করার পরই কেবল অন্য রাজনৈতিক বিষয়ে আলোচনা হতে পারে বলে জানান তিনি।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট শওকত আলী, আঞ্চলিক শ্রমিক লীগ ও ভালুকা উপজেলা শাখা সভাপতি নজরুল ইসলাম সরকার, ইব্রাহীম খলিল, আব্দুর রহমান, ইকবাল তালুকদার, কামাল হোসেন তালুকদার প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫