নীলফামারী: নাশকতার আশঙ্কায় নীলফামারীতে জামায়াতের তিন নেতাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে সদর ও জলঢাকা উপজেলা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের ইমান আলী (৪৮) এবং জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের শালনগ্রামের মোকলেছুর রহমান (৫৫) ও তার ছেলে আবুল কালাম আজাদকে (২৫)।
পুলিশ জানায়, আটকরা জামায়াতের রোকন। বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা ও জলঢাকা থানার ওসি মনিরুজ্জামান মনির এসব বিষয় বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৭৫৭ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫