ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

নীলফামারীতে ৩ জামায়াত নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
নীলফামারীতে ৩ জামায়াত নেতা আটক

নীলফামারী: নাশকতার আশঙ্কায় নীলফামারীতে জামায়াতের তিন নেতাকে আটক করেছে পুলিশ।  
 
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে সদর ও জলঢাকা উপজেলা থেকে তাদের আটক করা হয়।

বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  
 
আটকরা হলেন- নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের ইমান আলী (৪৮) এবং জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের শালনগ্রামের মোকলেছুর রহমান (৫৫) ও তার ছেলে আবুল কালাম আজাদকে (২৫)।  
 
পুলিশ জানায়, আটকরা জামায়াতের রোকন। বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।  
 
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা ও জলঢাকা থানার ওসি মনিরুজ্জামান মনির এসব বিষয় বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
 
বাংলাদেশ সময়: ১৭৫৭ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।