ঢাকা: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দানবের সঙ্গে কোনো সংলাপ হতে পারে না। যারা সংলাপের কথা বলে তারা হত্যাকারীদের রক্ষা করতে চায়।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় ধানমন্ডিতে ১৪ দলের বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় নাসিম এসব কথা বলেন।
আগামী ২০ ফেব্রুয়ারি গণমিছিল কর্মসূচির প্রস্তুতির অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়।
নাসিম বলেন, খালেদা জিয়া মানুষ হত্যা করছেন, সাধারণ মানুষদের পুড়িয়ে মারছেন। নারী-শিশু কেউই রেহাই পাচ্ছে না। বিএনপি-জামায়াত চক্রের একমাত্র অ্যাজেন্ডা যুদ্ধাপরাধীদের রক্ষা করা। গণমানুষকে সংগঠিত করে এদের রুখে দেব আমরা। ৭১’র পরাজিত শক্তি আবারও পরাজিত হবেই।
এ সময় আগামী ২০ ফেব্রুয়ারি দেশব্যাপী ১৪ দলের গণমিছিল কর্মসূচিতে সর্বস্তরের মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানান নাসিম।
বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা নুহু উল আলম লেলিন, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, দীপু মণি, খালিদ মাহমুদ চৌধুরী, জাসদ নেতা শরীফ নুরুল আম্বিয়া, সাম্যবাদী দলের নেতা দিলীপ বড়ুয়া, সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী, সম্মিলিত পেশাজীবী পরিষদের সাধারাণ সম্পাদক ডা. কামরুল হাসান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দ্র মজুমদার, শিল্পী ফেরদৌসী প্রিয়ভাষিণী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫