ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

সংকট সমাধানে সংলাপ চান আ স ম রব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
সংকট সমাধানে সংলাপ চান আ স ম রব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশে চলমান সংকটের সমাধানের জন্য অবিলম্বে সংলাপ চেয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে অংশ নিয়ে তিনি এ দাবি করেন।



এতে জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব বলেন, সংকট সমাধানের জন্য অবিলম্বে জাতীয় সংলাপ ও সংসদের উচ্চকক্ষ গঠন করে সেখান থেকে নির্বাচনকালীন সরকার গঠনের বিধান করতে হবে।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, সিনিয়র সহ-সভাপতি এমএ গোফরান প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।