ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

সন্ত্রাসীদের রুখতে ঘরে ঘরে দূর্গ গড়ে তুলুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
সন্ত্রাসীদের রুখতে ঘরে ঘরে দূর্গ গড়ে তুলুন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা: সন্ত্রাসী-নাশকতাকারীদের রুখতে ঘরে ঘরে দূর্গ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে গাইবান্ধা পলাশবাড়ী উপজেলায় পলাশবাড়ী এসএম পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত জনসভায় তিনি এ আহ্বান জানান।



মন্ত্রী বলেন, ২০দলীয় জোটের টানা অবরোধ-হরতালে কোনো জনসমর্থন নেই। সারাদেশের মধ্যে একমাত্র উত্তরাঞ্চলের কয়েকটি স্পটে নাশকতার ঘটনা ঘটছে। এর মধ্যে রংপুরের মিঠাপুকুর, গাইবান্ধার পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উল্লেখযোগ্য।

এসব এলাকার সর্বস্তরের মানুষকে একত্রিত হয়ে পাড়া-মহল্লায় সন্ত্রাস-নাশকতা বিরোধী কমিটি গঠন করতে হবে বলে জানা করেন তিনি।

খালেদা জিয়ার উদ্দেশে মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় যাদের সহযোগীতায় আমার ভাইকে হত্যা করেছে, মা-বোনরা ইজ্জত হারিয়েছে, সেই জামায়াতকে নিয়ে দল গঠন করে সহিংসতায় মেতেছেন খালেদা জিয়া। বিএনপি-জামায়াত চলন্ত গাড়িতে পেট্রোল মেরে চালক-হেলপারসহ নিরাপরাধ নারী-শিশুদের আগুনে পুড়িয়ে হত্যা করছে।

উপস্থিত শ্রমিক-জনতার উদ্দেশ্যে মন্ত্রী বলেন, এবার এদের থামিয়ে দিন। এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আমাদের নিরাপরাধ ভাই-বোন-শিশুসহ শ্রমিকদের আগুনে পুড়িয়ে মারবে, আর আপনারা তা চেয়ে চেয়ে দেখবেন তা হবে না।

তিনি আরও বলেন, এরা সংখ্যায় নগণ্য এদের আটক করে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করুন। শেখ হাসিনার সরকার আপনাদের সঙ্গে রয়েছে। আপনাদের কোনো ভয়নেই। এদের নির্মূল করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ব ইনশাআল্লাহ।

পলাশবাড়ী উপজেলা ১৪দল ও  স্থানীয় মোটর মালিক-পরিবহন শ্রমিক সংগঠন আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন, পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক এমপি তোফাজ্জল হোসেন সরকার।

এতে আরও বক্তব্য রাখেন, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, গাইবান্ধা-৩ আসনের সাংসদ ডা. ইউনুস আলী সরকার, গাইবান্ধা-৪ আসনের সাংসদ অধ্যক্ষ আবুল কালাম আজাদ, মোটর মালিক ফেডারেশনের মহাসচিব এনায়েত উল্লাহ, শ্রমিক ফেডারেশনের সেক্রেটারি ওসমান আলী, জেলা আওয়ামী লীগ সভাপতি শামস্-উল-আলম হীরু, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সোবহান, সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার বিপ্লব প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।