ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে বাধার মুখে শুকনো খাবার নিয়ে ফিরে গেলেন শরীয়তপুরের নুরুজ্জামান মাতবর। গুলশানে রাজনৈতিক কার্যালয়ে খাবার প্রবেশ করতে দেওয়া হচ্ছে এমন খবরে তিনি দুই বোতল পানি, একডজন কলা, চারটি পাউরুটি, চিড়া, গুড় নিয়ে হাজির হন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৪০ মিনিটে তিনি খাবার নিয়ে কার্যালয়ের সামনে আসেন ।
উপস্থিত সাংবাদিকদের তিনি জানান, তার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার জাজিরায়। পেশায় তিনি সিএনজি চালক। নেত্রীর প্রতি ভালোবাসা থেকেই তিনি খাবার নিয়ে এসেছেন।
গত এক সপ্তাহ ধরে খালেদা জিয়ার কার্যালয়ে ভেতরে কাউকে খাবার নিয়ে প্রবেশ করতে দিচ্ছে না পুলিশ।
বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা,ফেব্রুয়ারি ১৭, ২০১৫