ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

খাবার নিয়ে ফিরে গেলেন নুরুজ্জামান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
খাবার নিয়ে ফিরে গেলেন নুরুজ্জামান ছবি : রাজিব / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে বাধার মুখে শুকনো খাবার নিয়ে ফিরে গেলেন শরীয়তপুরের নুরুজ্জামান মাতবর। গুলশানে রাজনৈতিক কার্যালয়ে খাবার প্রবেশ করতে দেওয়া হচ্ছে এমন খবরে তিনি দুই বোতল পানি, একডজন কলা, চারটি পাউরুটি, চিড়া, গুড় নিয়ে হাজির হন।

কিন্তু সাদা পোশাকের পুলিশের বাধার মুখে তাকে ফিরে যেতে হয়।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৪০ মিনিটে তিনি খাবার নিয়ে কার্যালয়ের সামনে আসেন ।

উপস্থিত সাংবাদিকদের তিনি জানান, তার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার জাজিরায়। পেশায় তিনি সিএনজি চালক। নেত্রীর প্রতি ভালোবাসা থেকেই তিনি খাবার নিয়ে এসেছেন।

গত এক সপ্তাহ ধরে খালেদা জিয়ার কার্যালয়ে ভেতরে কাউকে খাবার নিয়ে প্রবেশ করতে দিচ্ছে না পুলিশ।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা,ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।