ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

মানুষ হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
মানুষ হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
 
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে সাতক্ষীরা শহরের নিউ মার্কেট মোড়ের শহীদ স ম আলাউদ্দিন চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

 
 
মানববন্ধন কর্মসূচি চলাকালে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মনসুর আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আবু আহমেদ, জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল মান্নান, জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হুসাইন সুজন প্রমুখ।  
 
বক্তারা বলেন- বেগম খালেদা জিয়ার প্রতিহিংসার আগুনে জ্বলছে দেশ। তিনি কার্যালয়ে বসে সারাদেশে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার নির্দেশ দিচ্ছেন। কিন্তু মানুষের রক্তের উপর দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বাদ তার কখনোই পূরণ হবে না।  
 
এ সময় বক্তারা বেগম খালেদা জিয়াকে ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে বিরত থাকার আহবান জানান।
 
বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫   


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।