সিলেট: সিলেট স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট সামসুজ্জামান জামানসহ ১৩ জনের নাম উল্লেখ করে বিশেষ ক্ষমতা আইনে অজ্ঞাত পরিচয় আরো ৮ থেকে ১০ জনকে আসামি করে মামলা হয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর মিরাবাজারে হরতাল সমর্থনে যাত্রীবাহী বাস ভাঙচুরের ঘটনায় পরদিন সোমবার রাতে কোতোয়ালি মডেল থানায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মফিজুল ইসলাম বাদী হয়ে মামলাটি (নং-১৭(০২)১৫) দায়ের করেন।
মামলার এজাহারনামীয় অন্যরা হলেন, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল গাফফার, মো. হুমায়ন, মো. শাহজাহান চৌধুরী মাহি, লিটন কুমার দাশ নান্টু, মো. জুয়েল আহমদ, ছাত্রদল নেতা শাকিল মোর্শেদ, রেজাউল করিম নাচন, আব্দুল কাইয়ুম, জয়নাল আহমদ, জাকির আহমদ জেকি, ফজলে রাব্বি আহসান ও ইফতেখার আহমদ সোহেল ওরফে তাকি সোহেল।
আসামিরা একটি যাত্রীবাহী বাস ভাঙচুর করে প্রায় ৮০ হাজার টাকার ক্ষতি করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে হরতালের সমর্থনে নগরীর মিরাবাজার থেকে মিছিল বের করে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতাকর্মীরা। মিছিল থেকে একটি মিনিবাস ও ৬টি গাড়ি ভাঙচুর করা হয়।
বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫