ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদার সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
খালেদার সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সাক্ষাৎ

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকার বিষয়ক সংসদীয় উপ-কমিটির ৯ সদস্যের একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৩২ মিনিটের দিকে প্রতিনিধি দলটির সদস্যরা চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করেন।

এরপর প্রায় এক ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৭টা ৩৭ মিনিটের দিকে তারা বেরিয়ে আসেন। তবে এ সময় তারা কেউই সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।

প্রতিনিধি দলে ঢাকার ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসের তিনজন সদস্য ছিলেন বলে জানা যায়।

তার আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে প্রবেশ করেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এদিন বিকেলে তিনি চেয়ারপারসনের কার্যালয়ে প্রবেশ করেন। পরে ইইউ প্রতিনিধি দলের সঙ্গে তিনিও বের হয়ে যান। তিনিও সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫, আপডেট ২১০৩ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ