ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

হরতাল-অবরোধের সমর্থনে ছাত্রদলের কর্মসূচি

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
হরতাল-অবরোধের সমর্থনে ছাত্রদলের কর্মসূচি

ঢাকা: হরতাল-অবরোধের সমর্থনে দেশ জুড়ে মিছিল করেছে ছাত্রদলের বিভিন্ন ইউনিট। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানে তিনদিনের ধর্মঘটও পালন করছে সংগঠনটি।



মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) পৃথকভাবে দেশের বিভিন্ন এলাকায় এসব কর্মসূচি পালন করেন ছাত্রদল নেতা-কর্মীরা।

সংগঠনের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

ধর্মঘটের সর্মথনে সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ-মিছিল করেছে ছাত্রদল ঢাবি শাখা।

ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মো. মিজানুর রহমান সোহাগের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন- ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান খান সাইফুল, আমীর আমজাদ মুন্না, আশরাফ ফারুকী হিরা, ক্রীড়া সম্পাদক সৈয়দ মাহমুদ, পাঠাগার সম্পাদক মেহেদী হাসান, স্কুল-বিষয়ক সম্পাদক আরাফাত বিল্লাহ খান, বুয়েট ছাত্রদল সভাপতি কে এম এস মুসাব্বির শাফি, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরাফাত রেজা আশিক, মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. শামীম ইকবাল খান, ঢাকা কলেজ ছাত্রদলের যোগাযোগ সম্পাদক খায়রুল ইসলাম প্রমুখ।

এদিকে দুপুরে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক নোমান হাসনাতের নেতৃত্বে উত্তর কাফরুল এলাকায় একটি মিছিল বের করা হয়।

ছাত্র ধর্মঘটের সমর্থনে একই সময়ে ক্যাম্পাসে মিছিল সমাবেশে করে ময়মনসিংয়হে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা-কর্মীরা।

তেজগাঁও কলেজ ছাত্রদল, হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা হরতাল-অবরোধ ও ধর্মঘটের সমর্থনে মিছিল সমাবেশ করেছেন।

এছাড়া রাজধানীর বনানীসহ বিভিন্ন এলাকায় পৃথক মিছিল করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

এসব কর্মসূচিতে বাকৃবি শাখা ছাত্রদলের সভাপতি ইয়ার মাহমুদ, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জনি, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন সুজন, কাফরুল থানা ছাত্রদল নেতা ইকবাল হোসেন,হাসিব চৌধুরী,আরিফুল কবির, মাসুদ রানা,শাহিন আহমেদ,মাসরুর রাজু,রাকিবুল ইসলাম, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মামুন হাসমি দীপু, যুগ্ম আহ্বায়ক আকন আল মামুন,আব্দুস সাত্তার পিয়াস,বাংলাদেশ ছাত্র ফোরামের সাধারণ সম্পাদক চৌধুরী মারুফ, যুগ্ম আহ্বায়ক তরু মুকতাদির, বায়েজিদ প্রধান, লিয়া রহমান, ছাত্রদল নেতা আসাদ মুরাদ তালুকদার, মনির হোসেন, সরোয়ার,মহিউদ্দিন মাহি ও শাহরিয়ার হোসেন পিয়াস প্রমুখ।

একই সঙ্গে রাজধানীর খিলক্ষেত এলাকায় বিক্ষোভ মিছিল করেন ছাত্রদল নেতা-কর্মীরা।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।