রাজশাহী: রাজশাহী বিভাগের আট জেলায় বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে ছাত্রশিবির। মহানগরীর সভাপতি ডা. আনোয়ারুল ইসলাম ও সেক্রেটারি নাফিস রাইয়্যানসহ ৩ নেতাকে আটকের প্রতিবাদে এ হরতালের কর্মসূচি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাজশাহী মহানগর ছাত্রশিবিরের প্রচার সম্পাদক আসাদুজ্জামান আসাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ হরতাল কর্মসূচির তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করে বলা হয়েছে, সোমবার রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী মহানগর সভাপতি ডা. আনোয়ারুল ইসলাম, সেক্রেটারি নাফিস রাইয়্যান ও সমাজসেবা সম্পাদক সাঈদ আমীন মুলহীমকে পুলিশ আটক করেছে। এর প্রতিবাদে রাজশাহী বিভাগের আট জেলায় বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টার হরতাল পালনের কর্মসূচি দেওয়া হয়েছে।
এদিকে, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেনি মহানগর পুলিশ।
বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫