ঢাকা: ২০ দলীয় জোটের ডাকা হরতাল চলছে। টানা তিন সপ্তাহ ধরে শুক্র ও শনিবার সরকারি ছুটির দিন বাদে সব কর্মদিবসেই হরতাল কর্মসূচি চালিয়ে যাচ্ছে বিএনপির নেতৃ্ত্বাধীন জোট।
পূর্বঘোষিত ৭২ ঘণ্টার হরতাল বুধবার সকাল ৬টায় শেষ হওয়ার কথা থাকলেও নতুন ঘোষণায় তা শুক্রবার সকাল ৬টা পর্যন্ত বাড়ানো হয়।
মঙ্গলবার দুপুরে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদ হরতালের সময় বাড়ানোর বিষয়টি গণমাধ্যমকে জানান।
এ সংক্রান্ত এক বিবৃতিতে সালাহউদ্দিন আহমেদ বলেন- আওয়ামী লীগের রাষ্ট্রক্ষমতার চিরস্থায়ী বন্দোবস্তের নেশায় গোটা জাতি আজ চরম শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে নিপাতিত। অবৈধ ক্ষমতা পাকাপোক্ত করার ঘৃণ্য চক্রান্ত বাস্তবায়নে রাষ্ট্রযন্ত্রের চূড়ান্ত অপব্যবহারের এমন জঘন্য নজির মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে।
বিবৃতিতে আওয়ামী ষড়যন্ত্রের অংশ হিসেবে নিজেদের সমাবেশে নিজেরা বোমা বিস্ফোরণ ঘটিয়ে তার দায় বিএনপি ও ২০ দলীয় জোটের ওপর চাপানোর অপচেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, অবৈধ শাসকশ্রেণী হয়তো অনুধাবন করতে পারছে না-চলমান গণআন্দোলন গ্রাম-বাংলার ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে। বিএনপিসহ ২০ দলীয় জোটের প্রত্যেক নেতা-কর্মী আজ খালেদা জিয়ার চূড়ান্ত ত্যাগ স্বীকারের বার্তা পৌঁছে দিয়েছে কৃষাণীর উঠোন থেকে শুরু করে রাজধানীর গলিপথ পর্যন্ত।
সরকারকে সতর্ক করে সালাহউদ্দিন বলেন, জিয়ার দল বিএনপি কোনো ভূঁইফোড় সংগঠন নয়, তাকে আক্রান্ত করার নাটক অবিলম্বে বন্ধ করা না হলে বিএনপি’র সারাদেশের নেতা-কর্মী কেন্দ্রের নির্দেশের অপেক্ষায় থাকবে না।
বিবৃতিতে তিনি বলেন, রাষ্ট্রীয় নৈরাজ্যের প্রতিবাদে গড়ে ওঠা আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে জনগণ তাদের ব্যালটের অধিকার আদায় করবেই। জাগ্রত জনতার গণতন্ত্র মুক্তির নিরন্তর সংগ্রাম বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ০৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
** হরতাল বাড়লো শুক্রবার সকাল ৬টা পর্যন্ত