মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় অভিযান চালিয়ে জামায়াতের দুই নেতাকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর সদস্যরা। তাদের বিরুদ্ধে কুলাউড়া থানায় গাড়িতে অগ্নিসংযোগ ও নাশকতার মামলা রয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-কুলউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়ন জামায়াতের সভাপতি তাহিরুল হক (৫০) ও বুকশিমইল ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. মতিউর রহমান (৫২) ।
কুলাউড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মইনুউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১০২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫