ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

কুলাউড়ায় জামায়াতের ২ নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
কুলাউড়ায় জামায়াতের ২ নেতা গ্রেফতার

মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় অভিযান চালিয়ে জামায়াতের দুই নেতাকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর সদস্যরা। তাদের বিরুদ্ধে কুলাউড়া থানায় গাড়িতে অগ্নিসংযোগ ও নাশকতার মামলা রয়েছে।



বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-কুলউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়ন জামায়াতের সভাপতি তাহিরুল হক (৫০) ও বুকশিমইল ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. মতিউর রহমান (৫২) ।

কুলাউড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মইনুউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১০২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।