সিলেট: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতালের চতুর্থ দিন বুধবার (১৮ ফেব্রুয়ারি) সিলেটে ঢিলেঢালাভাবে চলছে।
সকাল ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নগরীর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
ভোর থেকেই নগরীর বিভিন্ন স্থানে রিকশা ও সিএনজি অটোরি রিকশাসহ হালকা যানবাহন চলাচল করতে দেখা যায়। নগরীর কদমতলী বাসটার্মিনাল থেকে আঞ্চলিক সড়কগুলোতে যানবাহন চলাচল করলেও আন্তঃজেলা এবং দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খুলছে দোকানপাট।
এদিকে নাশকতা এড়াতে সিলেট নগরজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভোর থেকেই নগরীর প্রধান প্রধান সড়কগুলোতে গাড়িযোগে টহল দিচ্ছেন তারা। মাঠে রয়েছে বিজিবিও। এছাড়া নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এসব তথ্য জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ।
নগরী ছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় হরতালের সমর্থনে ঝটিকা মিছিল বা পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। নিয়মিত পুলিশের পাশাপাশি গুরুত্বপূর্ণ উপজেলাগুলোতে অতিরিক্ত পুলিশের টইল রয়েছে।
সিলেট জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা বাংলানিউজকে জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলার প্রতিটি উপজেলায় টহল জোরদারের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পূর্বঘোষিত ৭২ ঘণ্টার হরতাল বুধবার সকাল ৬টায় শেষ হওয়ার কথা থাকলেও নতুন ঘোষণায় তা শুক্রবার সকাল ৬টা পর্যন্ত বাড়ানো হয়।
মঙ্গলবার দুপুরে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদ হরতালের সময় বাড়ানোর বিষয়টি গণমাধ্যমকে জানান।
বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫