সিলেট: সিলেট জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩০ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ। তবে তাদের মধ্যে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী নেই।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত থেকে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত জেলার ১২টি থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে মামলা ও অভিযোগ রয়েছে।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজ্ঞান চাকমা বাংলানিউজকে জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে জেলা পুলিশের অধীন ১২টি থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫