ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

গাংনীতে আ’লীগের ইউনিট কার্য‍ালয়ে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
গাংনীতে আ’লীগের ইউনিট কার্য‍ালয়ে আগুন ছবি: প্রতীকী

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার করমদী গ্রামে আওয়ামী লীগের ইউনিট কার্য‍ালয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে  এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।



গাংনীর আওয়ামী লীগ নেতা কাবের আলী বাংলানিউজকে বলেন, আওয়ামী লীগের এ ইউনিট কার্যালয়টিতে আমরা প্রতিদিন বসে রাজনৈতিক বিষয় নিয়ে আলাপ-আলোচনা করি। মঙ্গলবার দিনগত রাত ১২টা পর্যন্ত আমরা কয়েকজন  নেতাকর্মী এখানে বসেছিলাম।

তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা বিশ্বাস বাংলানিউজকে জানান, রাজনৈতিক প্রতিপক্ষরা আওয়ামী লীগের এ কার্যালয়টিতে আগুন দিয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি।

বামুন্দী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) তোহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুই বোতল পেট্রোল উদ্ধার করেছে।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।