সিরাজগঞ্জ: নাশকতার অভিযোগে সিরাজগঞ্জের তিনটি উপজেলা থেকে বিএনপি ও জামায়াত-শিবিরের নয় কর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সিরাজগঞ্জ পুলিশ সুপার (এসপি) কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা এদেল হোসেন বাংলানিউজকে জানান, এদের মধ্যে সিরাজগঞ্জ সদরের চারজন, উল্লাপাড়ার তিনজন ও বেলকুচির দু’জন রয়েছে।
এদিকে, ২০ দলের ডাকা হরতাল ও অবরোধের কারণে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের দুর্ভোগ বেড়ে গেছে। দূরপাল্লার যানবাহন চলাচল না করায় ট্রেনের ওপর চাপ বাড়ছে।
সিরাজগঞ্জ বাজার রেল স্টেশন ও বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের কড্ডা এলাকা থেকে সীমিত আকারে দূরপাল্লার বাস চলাচল করতে দেখা গেছে। তবে যাত্রীদের দিগুণ ভাড়া গুণতে হচ্ছে বলে জানা গেছে।
সিরাজগঞ্জ অভি কাউন্টারের টিকিট মাস্টার মাসুদ মণ্ডল বাংলানিউজকে জানান, বাস মালিকরা দূরপাল্লার রুটে বাস ছাড়তে আগ্রহী হলেও নাশকতার আশঙ্কায় যাত্রীর সংখ্যা কমে গেছে।
এ কারণে কাউন্টার থেকে দিনে তিন/চারটি বাস চলাচল করলেও রাতে তা বন্ধ রাখা হচ্ছে। তবে আন্তঃজেলা রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫