ঢাকা: যুদ্ধাপরাধে জামায়াত নেতা আবদুস সুবহানের ফাঁসির দণ্ডাদেশের ঘটনায় কোনো প্রতিক্রিয়া নেই বিএনপির। এর চেয়ে বরং চলমান সরকার বিরোধী আন্দোলনেই আরো বেশি মনোযোগী হতে চায় ২০ দলীয় জোটের প্রধান দল বিএনপি।
বুধবার সকালে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে সুবহানের ফাঁসির আদেশ হওয়ার পর যোগাযোগ করা হলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেন, উচ্চ আদালতের যে রায় হয়েছে সেটা একটি ধারবাহিকতার মাধ্যমে হয়েছে। এটা সম্পূর্ণ আদালতের বিষয়। এ বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না।
তবে স্থায়ী কমিটির অপর সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহবায়ক মির্জা আব্বাস বলেন, আমাদের এখন দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, দেশের মানুষের ভোটের অধিকার নিয়ে সংগ্রাম চলছে। আমরা অন্য কোনো বিষয় নিয়ে ভাবছি না।
চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার শাহজাহান ওমর বলেন, মহামান্য আদালতের রায় নিয়ে কিছু বলার নেই, বলা উচিতও নয়।
প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক বলেন, আমার কিছু বলার নেই। কেন্দ্র কিছু বলবে কি না জানি না।
অনেকটা একই রকম বক্তব্য পাওয়া যায় আর এক ভাইস-চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে কথা বলে।
বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫