শেরপুর (বগুড়া): নাশকতার অভিযোগে বগুড়ার শেরপুর উপজেলার পৃথক এলাকা থেকে জামায়াতের দুই কর্মীকে আটক করেছে পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর সদস্যরা।
আটক ব্যক্তিরা হলেন-উপজেলার খামারকান্দি ইউনিয়নের খামারকান্দি গ্রামের খয়রাত আলী খোকা (৬০) ও রামনগর গ্রামের ইনসান আলী (৩১)।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে নিজ নিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
শেরপুর থানা পুলিশের দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাহিদুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫