জয়পুরহাট: বগুড়া থেকে জয়পুরহাট চিনি কলে চিনি নিতে আসা সেনাবাহিনীর একটি ট্রাকে পাথর নিক্ষেপ করেছে পিকেটাররা। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে জয়পুরহাট শহরের পাঁচুর মোড়ে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, সকাল সাড়ে ১০টার দিকে জেলা বিএনপির সভাপতি মোজাহার আলী প্রধান ও জেলা জামায়াতের নায়েবে আমির আতাউর রহমানের নেতৃত্বে ২০ দলের একটি মিছিল শহরের পূর্ব দিকে যাচ্ছিল। এ সময় বগুড়া সেনানিবাসের এসএসবি’র সরকারি রেশনিং এর জন্য সাত/আটটি ট্রাক জয়পুরহাট চিনিকলের উদ্দেশে শহরে ঢুকছিল। এতে মিছিলকারীরা ক্ষুব্ধ হয়ে ট্রাকের গ্লাস লক্ষ্য করে পাথর ছোড়ে।
এ সময় স্থানীয় পুলিশ ও মিছিলকারীদের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সেনাবাহিনীর অফিসারদের হস্তক্ষেপে ট্রাকগুলো নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
একই সময়ে আরো ১০টি ট্রাক মিছিলকারীদের বাধার মুখে পড়ে ফেরত যায়।
এ বিষয়ে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) সিরাজুল ইসলাম সিরাজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সেনাবাহিনীর জন্য চিনি নিতে আসা ট্রাক লক্ষ্য করে কে পাথর ছুড়েছে সেটি তাৎক্ষণিক ভাবে জানা যায়নি। তবে তাকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫