ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

আমান-টুকুসহ ৮৯ বিএনপি নেতাকর্মীর সাক্ষ্যগ্রহণ ১২ মার্চ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
আমান-টুকুসহ ৮৯ বিএনপি নেতাকর্মীর সাক্ষ্যগ্রহণ ১২ মার্চ

ঢাকা: গাড়ি ভাঙচুর ও যানবাহন চলাচলে বাধা দেওয়া সংক্রান্ত সাভার থানার দ্রুত বিচার আইনের দু’টি মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমান এবং ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ ৮৯ জন নেতা-কর্মীর সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১২ মার্চ দিন ধার্য করেছেন আদালত।  

বুধবার (১৮ ফেব্রুয়ারি) মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিলো।

কিন্তু আমান- টুকুসহ ৪৫ জন আসামির পক্ষে সময়ের আবেদন করায় ঢাকার দ্রুত বিচার আদালতের বিচারক নাজমুল হক শ্যামল সাক্ষ্যগ্রহণের নতুন এ দিন ধার্য করেন।

গত বছরের ১৩ নভেম্বর মামলা দু’টিতে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়।

দু’টি মামলার একটিতে ৬৫ জন অপরটিতে ২৪ জন আসামি।

২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপিসহ ১৮ দলের অবরোধে সাভার থানাধীন আমিন বাজারে ঢাকা-আরিচা মহাসড়কে যানবহন চলাচলে বাধা, যানবাহন ভাঙচুর ও জনমনে ত্রাস সৃষ্টির অভিযোগে মামলা দু’টি দায়ের করা হয়।

ওই বছরের ২৫ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।