ঢাকা: গাড়ি ভাঙচুর ও যানবাহন চলাচলে বাধা দেওয়া সংক্রান্ত সাভার থানার দ্রুত বিচার আইনের দু’টি মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমান এবং ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ ৮৯ জন নেতা-কর্মীর সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১২ মার্চ দিন ধার্য করেছেন আদালত।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিলো।
গত বছরের ১৩ নভেম্বর মামলা দু’টিতে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়।
দু’টি মামলার একটিতে ৬৫ জন অপরটিতে ২৪ জন আসামি।
২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপিসহ ১৮ দলের অবরোধে সাভার থানাধীন আমিন বাজারে ঢাকা-আরিচা মহাসড়কে যানবহন চলাচলে বাধা, যানবাহন ভাঙচুর ও জনমনে ত্রাস সৃষ্টির অভিযোগে মামলা দু’টি দায়ের করা হয়।
ওই বছরের ২৫ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫