ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

জাতীয় পার্টি বিচারের পক্ষে, বললেন এরশাদ

সেরাজুল ইসলাম সিরাজ, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
জাতীয় পার্টি বিচারের পক্ষে, বললেন এরশাদ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ

ঢাকা: সুবহানের ফাঁসির রায় প্রসঙ্গে কোনো মন্তব্য করতে চাননি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তবে জাতীয় পার্টি বিচারের পক্ষে উল্লেখ করে এরশাদ বলেন, আমি মনে করি যে কোনো অপরাধের বিচার হওয়া উচিত।

তা না হলে ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব নয়।
 
জাতীয় পার্টি বিচারের প্রতি আস্থাশীল বলেও মন্তব্য করেন এরশাদ।
 
বুধবার (১৮ ফেব্রুয়ারি) মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের নায়েবে আমির আব্দুস সুবহানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার পর বাংলানিউজকে দেওয়া এক প্রতিক্রিয়ার তিনি এ মন্তব্য করেন।
 
জামায়াতের এই নেতার বিরুদ্ধে ৯টি মানবতাবিরোধী অভিযোগের মধ্যে গণহত্যা, হত্যা, অপহরণ, আটক, নির্যাতন, লুটপাট, অগ্নিসংযোগ ও ষড়যন্ত্রের ৬টিই প্রমাণিত হওয়ায় তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ ।
 
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।