সিলেট: সিলেটে ঝটিকা মিছিল থেকে ৩টি গাড়ি ভাঙচুর করেছে শিবিরকর্মীরা। এসময় তারা ৩/৪টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে।
বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতালে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর কুমারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কুমারপাড়ার একটি গলি থেকে মিছিল বের করে শিবিরকর্মীরা। এ সময় তারা একটি ট্রাক ও দু’টি সিএনজি চালিত অটোরিকশা ভাঙচুর করে এবং কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই শিবিরকর্মীরা পালিয়ে যায় বলে জানান সিলেট কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।
বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫