ঢাকা: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে রাজনীতি থেকে বিতাড়িত করে ঘরে ফেরার প্রত্যয় ব্যক্ত করে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, খালেদা জিয়া ঘুমিয়ে আছেন। তিনি অন্ধ ও বধির হয়ে গেছেন।
এ সময় সংলাপের সম্ভাবনা নাকচ করে দিয়ে ‘দানবের সঙ্গে মানবের প্রেম হতে পারে না’ বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে একটি ট্রাকমিছিল-পূর্ব এক সমাবেশে শাজাহান খান এ সব কথা বলেন।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের হরতাল-অবরোধের প্রতিবাদে এ মিছিলের আয়োজন করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল।
প্রধানমন্ত্রীর উদ্দেশে শাজাহান খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশের মানুষকে বাঁচান। ২০১৩ সালে ৫৫ জন ও ২০১৪-১৫ সালে ৬০ জন ড্রাইভার-হেলপার হত্যা করা হয়েছে।
হরতাল অবরোধ প্রত্যাহার না করলে ‘খালেদা জিয়ার খবর আছে’ বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান।
প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। আরো বক্তব্য দেন- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও জাসদ নেত্রী শিরীন আখতার।
পরে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে একশ ট্রাকের ওই ট্রাক-মিছিল শুরু হয়ে পুরো ঢাকা ঘুরে জাতীয় প্যারেড গ্রাউন্ডে এসে শেষ হয়।
বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫