ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

খুলনায় স্বেচ্ছাসেবকলীগ-ছাত্রলীগের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
খুলনায় স্বেচ্ছাসেবকলীগ-ছাত্রলীগের মানববন্ধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: হরতালের নামে দেশব্যাপী বিএনপি-জামায়াতের নাশকতার প্রতিবাদে মানববন্ধন করেছে স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে স্বেচ্ছাসেবকলীগের মানববন্ধন অনুষ্ঠিত হয়।



মানববন্ধনে সভাপতিত্ব করেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক মালিক সারোয়ার উদ্দীন।

বক্তৃতা করেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক আবু হানিফ, জাতীয় শ্রমিকলীগ খুলনা জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য বিএম জাফর, খুলনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির ববি, জেলা যুবলীগের সেক্রেটারি আক্তারুজ্জামান বাবু, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেন প্রমুখ।

অপরদিকে একই সময়ে নগরীর ডাকবাংলা মোড়ে বাংলাদেশ ছাত্রলীগ, খালিশপুর, দৌলতপুর, খানজাহান আলী থানা শাখা, খুলনা মহানগরের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধন পরিচালনা করেন খুলনা মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সস্পাদক হোসেনুজ্জামান হেসেন।

সভাপতিত্ব করেন মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি শেখ কামাল হেসেন।

এছাড়া মানবন্ধনে বক্তৃতা করেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক মিজানুর রহমান মিজান এমপি, মহানগর জাসদের সভাপতি রফিকুল হক খোকন, জাসদের সাধারণ সম্পাদক খালিদ হোসেন, ন্যাপের সাধারণ সম্পাদক তপন কুমার রায়, মহানগর আওয়ামী লীগের নেতা মাহবুবুল আলম সোহাগ প্রম‍ুখ।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।