ঢাকা: রাজধানীর পল্লবীতে ঝটিকা মিছিল করেছে শিবির। এসময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ও ককটেলের বিস্ফোরণ ঘটায় তারা।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।
পল্লবী থানার ওসি জিয়া-উজ-জামান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রায় ঘোষণার পর পল্লবীতে জামায়াত-শিবিরকর্মীরা ঝটিকা মিছিল বের করে। এসময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ও ককটেল বিস্ফোরণ ঘটনায় তারা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। এতে মো. টিনু বিশ্বাস (৩৫) নামে এক জামায়াত কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে জানান ওসি জিয়া।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫