ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

‘রক্তের সিঁড়ি বেয়ে ক্ষমতায় যেতে পারবেন না’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
‘রক্তের সিঁড়ি বেয়ে ক্ষমতায় যেতে পারবেন না’ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সাধারণ মানুষের রক্তের সিঁড়ি বেয়ে খালেদা জিয়া ক্ষমতায় যেতে পারবেন না বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান।

বুধবার ( ১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ আয়োজিত ১৬ ফেব্রুয়ারি গুলশান-২ গোল চত্বরে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের মিছিলে বিএনপি-জামাতের বোমা বর্ষণে সংগঠনের নেতা-কর্মীদের আহত হওয়ার প্রতিবাদে সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন তিনি।



মন্ত্রী খালেদা জিয়ার উদ্দেশ্যে বলেন, আপনি কি ঘুমিয়ে আছেন নাকি বধির ও অন্ধ হয়ে গেছেন। আমার তো মনে হয় আপনি বধির ও অন্ধ হয়ে গেছেন। তা না হলে বাংলার মানুষের আর্তনাদ আপনার কানে পৌঁছাতো।

তিনি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড করে মানুষের রক্ত চুষে আপনি কখনো ক্ষমতায় যেতে পারবেন না। বাংলার মানুষ সেটা হতে দেবে না। তাই অতিদ্রুত সন্ত্রাসী কর্মকাণ্ড পরিহার করুন। তা না হলে বাংলার মানুষ গণআন্দোলন তৈরী করে আপনাকে রাজনীতি থেকে বিতাড়িত করবে।

দেশব্যাপী সহিংসতার প্রতিবাদে আগামী ১৯ ফেব্রুয়ারি সকাল ১০টায় সব শ্রেণী পেশার মানুষদের নিয়ে মতিঝিলের শাপলা চত্বরে শ্রমিকদের পক্ষ থেকে জাতীয় পতাকা মিছিল কর্মসূচি পালন করা হবে বলে জানান মন্ত্রী।

সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান দূর্জয়ের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক মুন্সী এবাদুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮,২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।