কক্সবাজার: কক্সবাজারে দেশি তৈরি এলজি ও পাঁচ রাউন্ড গুলিসহ তারেক বিন মোক্তার (৩৩) নামে জামায়াতের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোর ছয়টার দিকে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়ার চেয়ারম্যানপাড়ায় তারেকের বাড়ি থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়।
এর আগে মঙ্গলবার রাত একটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে কক্সবাজার সদর থানা পুলিশ।
তারেক একই এলাকার মৃত মাওলানা মোক্তার আহমদের ছেলে।
উদ্ধার অভিযান পরিচালনাকারী সদর থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান বাংলানিউজকে জানান, রাতে গ্রেফতারের পর আসামির স্বাকীরোক্তি মতে তার শোবার ঘরের দরজার উত্তর পাশে আবর্জনার স্তুপ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
কক্সবাজার সদর থানার অপরাশেন অফিসার (এসআই) কাইয়ূম উদ্দিন চৌধুরী বাংলানিউজকে জানান, তারেকের বিরুদ্ধে সদর থানায় নাশকতার দায়ে নয়টি মামলা রয়েছে।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মতিউল ইসলাম বাংলানিউজকে জানান, বেআইনি অস্ত্র মজুদের দায়ে আরো একটি মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫