ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

চাঁপাইনবাবগঞ্জে ৯ বিএনপি-জামায়াত কর্মীসহ আটক ২৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
চাঁপাইনবাবগঞ্জে ৯ বিএনপি-জামায়াত কর্মীসহ আটক ২৪

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের পাঁচ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নয় বিএনপি-জামায়াত কর্মীসহ ২৪ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টা পর্যন্ত এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।



জেলা পুলিশ কন্ট্রোল রুম থেকে জান‍া গেছে, আটক বাকি ১৫জন বিভিন্ন নিয়মিত মামলায় অভিযুক্ত আসামি।

এদিকে, দুপুর ১২টার দিকে বিজিবি-৯ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অতিরিক্ত পরিচালক মিন্নাত আলী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার গভীররাত থেকে বুধবার সকাল পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবি ও ডিজিএফআই সদস্যদের সমন্বয়ে গঠিত  যৌথবাহিনী শিবগঞ্জ উপজেলার মোবারকপুর এলাকায় অভিযান চালায়।

অভিযানে জামায়াতের কর্মী মিতাউর রহমানকে (৫০) আটক করা হয়। আটক মিতাউর রহমানকে শিবগঞ্জ থানায় পাঠানো হয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম মইনুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।