ঢাকা: ঢাকা মহানগর উত্তরের যুগ্ম-আহ্বায়ক ও বাড্ডা থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলহাজ হারুন অর রশিদকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে বাড্ডার গোপিপাড়ার নিজ বাসা থেকে গ্রেফতার হন তিনি।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য বাচ্চু বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) কামরুল ফারুক বাংলানিউজকে বলেন, গ্রেফতার হারুন অর রশিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। তার বিরুদ্ধে ৮ থেকে ১০টি নাশকতার মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি গা ঢাঁকা দিয়ে ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে হারুনকে তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫/আপডেট : ১৭৫১ ঘণ্টা