ময়মনসিংহ: মানবতাবিরোধী অপরাধে জামায়াতের নায়েবে আমির আব্দুস সুবহানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর দেওয়া ফাঁসির রায়ের প্রতিবাদে ময়মনসিংহে ঝটিকা মিছিল করেছে জামায়াত।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে শহরের নতুন বাজার কমার্স কলেজের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি নতুন বাজার রেলক্রসিং এলাকায় এসে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোজাম্মেল হক আকন্দ ও শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার।
মিছিলে শহর জামায়াত নেতা আল হেলাল তালুকদার, হায়দার করিম, আনোয়ার হাসান সুজন, রেজাউল প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫