কুড়িগ্রাম: নাশকতা সৃষ্টির আশঙ্কায় ও গোপন বৈঠক চলাকালে কুড়িগ্রামে বিএনপি-জামায়াত-শিবিরের ১২ কর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত মধ্যরাত থেকে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়।
আটক কর্মীদের মধ্যে বিএনপি-যুবদল-ছাত্রদলের চারজন ও জামায়াত-শিবিরের আটজন রয়েছে।
এরা হলেন-রাজিবপুর উপজেলা বিএনপির মোত্তালেব হোসেন (৪৫), রাজারহাট উপজেলা যুবদলের শরিফুল ইসলাম (৩২), আব্দুল কুদ্দুস (২৫) ও ছাত্রদলের জসিম উদ্দিন (১৮)।
ভুরুঙ্গামারী উপজেলা জামায়াতের জাহাঙ্গীর হোসেন (৩০), উলিপুর উপজেলা জামায়াতের মশিউর রহমান (৪৭), ফুলবাড়ী উপজেলা জামায়াতের শফিকুল ইসলাম (২৫), আফজাল হোসেন (৪২), বেলাল হোসেন (২৬), নুর হোসেন (৪৫), নাগেশ্বরী উপজেলা জামায়াতের শাহ আলী (৩২) ও নাগেশ্বরী উপজেলা ছাত্রশিবিরের হারুন অর রশীদ (১৮)।
কুড়িগ্রাম পুলিশ সুপার ডা. মোহাম্মদ তবারক উল্লাহ বাংলানিউজকে জানান, নাশকতা সৃষ্টির উদ্দেশে গোপন বৈঠকের সময় নাগেশ্বরী উপজেলা থেকে জামায়াত-শিবিরের ছয়জনসহ বিভিন্ন উপজেলা থেকে আরো ছয়জনকে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫