ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

খুলনা জামায়াতের ১৫ সেকেন্ডের সমাবেশ!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
খুলনা জামায়াতের ১৫ সেকেন্ডের সমাবেশ! বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের নায়েবে আমির আব্দুস সুবহানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

এ রায়ের প্রতিবাদে খুলনা মহানগরী জামায়াতের ব্যানারে এক মিনিটের একটি ঝটিকা মিছিল করেছে দলটি।



এসময় ১৫ সেকেন্ডের একটি সংক্ষিপ্ত সমাবেশও করে তারা!

পুলিশের চোখ ফাঁকি দিয়ে বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৪৫ মিনিটে নগরীর মিয়াপাড়া মোড়ে এ কর্মসূচি পালন করে তারা।

মিছিলে নেতৃত্ব দেন সদর থানা জামায়াতের আমির ওয়ালিউল্লাহ ও মহানগর জামায়াতের প্রচার সেক্রেটারি আল ফিদা হোসেন।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।