ঢাকা: হরতালের সমর্থনে রাজধানীর ধানমন্ডিতে ককটেল ছুড়ে পালানোর সময় মো. মাসুদ (১৭) নামের এক যুবক পুলিশের গুলিতে আহত হয়েছেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল তিনটার দিকে ধানমন্ডির ৬ নম্বর রোডের মাথায় এ ঘটনা ঘটে।
ধানমন্ডি থানার উপ পরিদর্শক (এসআই) সাহিদুল বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেন। সাহিদুল বাংলানিউজকে বলেন, বিকেল ৩টায় মাসুদ রাস্তায় ককটেল ছুড়ে পালানোর চেষ্টা করে।
এসময় গুলি করলে মাসুদ মাটিয়ে পড়ে যায়। মাসুদের ডান পায়ের গোড়ালিতে গুলি লেগেছে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মাসুদ নিজেকে লালমাটিয়ায় অবস্থিত ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র বলে দাবি করেছেন।
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫