ভোলা: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশ বলিষ্ঠভাবে এগিয়ে যাচ্ছে। কিন্তু সন্ত্রাসী, জঙ্গিবাদী ও নাশকতাকারীরা দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোলার চরফ্যাশন উপজেলায় উপকূলীয় কণ্ঠস্বর হিসেবে পরিচিত কমিউনিটি রেডিও মেঘনা উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।
এসময় মন্ত্রী আরো বলেন, বাংলাদেশের প্রত্যন্ত ও দ্বীপাঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নের জন্য ও সামাজিক বৈষম্য দূর করতে প্রধানমন্ত্রীর নিদের্শে এ কমিউনিটি রেডিও স্টেশন স্থাপন করা হচ্ছে। এর মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন তথ্য সেবা পাবে জনগণ। পাশাপাশি আধুনিকতা ও নিত্য নতুন তথ্য প্রযুক্তির সঙ্গে রেডিও মেঘনা তাদের পরিচয় করিয়ে দেবে।
তথ্যমন্ত্রী বলেন, প্রত্যন্ত এলাকার ঐতিহ্য-সংস্কৃতির পাশাপাশি বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অভিজ্ঞতাও বিনিময় হবে এই রেডিওর মাধ্যমে। তথ্য পাওয়া যাবে বিভিন্ন সেবামূলক কাজের।
এই রেডিও কুসংস্কার, বৈষম্য, মিথ্যাচার ও ইতিহাস বিকৃতির হাত থেকে রক্ষা করে দেশের জনগণকে আলোর পথে, গণতন্ত্র, উন্নয়ন ও শান্তির পথে এগিয়ে নিতে ভূমিকা পালন করবে।
রেডিও মেঘনা উদ্বোধনের মধ্য দিয়ে দেশের ১৫তম ও দ্বীপজেলা ভোলায় প্রথম বারের মতো রেডিও স্টেশন চালু হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপমন্ত্রী ভোলা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল-ইসলাম জ্যাকব, তথ্য মন্ত্রণালয়ের সচিব মর্তুজা আহমেদ, পল্লী কর্ম ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আবদুল করিম, বাংলাদেশ বেতারের মহা-পরিচালক কাজী আখতার উদ্দিন আহমেদ, সাবেক সংসদ সদস্য ড. আকরাম উদ্দিন চৌধুরী, বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী প্রমুখ।
কোস্ট ট্রাস্টের তত্ত্বাবধানে রেডিও মেঘনার কার্যক্রম পরিচালিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে চরফ্যাশনের ব্রজমোহন টাউন হল মিলনায়তনে আয়োজিত বঙ্গোপসাগরে ক্ষুদ্র মৎস্যজীবীদের নিরাপত্তা ও বিচ্ছিন্ন দ্বীপবাসীর সুরক্ষায় তথ্য প্রযুক্তি- শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী।
বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫