ঢাকা: বিশ্বকাপের প্রথম ম্যাচে অফগানিস্তানের বিপক্ষে ১০৫ রানের বিশাল ব্যবধানে জয়ে বাংলাদেশ ক্রিকেট টিম ও টিম ম্যানেজমেন্টকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে এক অভিনন্দন বার্তায় খালেদা জিয়া দলের সব খেলোয়াড়, ম্যানেজার, কোচ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন বলে চেয়ারপারসনের প্রেস উইং থেকে জানানো হয়।
চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার ও শায়রুল কবির খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে, বুধবার সকালে (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টা) অস্ট্রেলিয়ার মানুকা ওভাল স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করে টাইগাররা।
বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫