ঢাকা: গাড়ি ভাঙচুর ও চলাচলে বাধা দেওয়া সংক্রান্ত সাভার থানার পৃথক মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান এবং বিএনপি নেতা সুলতান সালাউদ্দিন টুকুসহ ২৩ নেতা-কর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) মামলা দুটি সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল।
দুই মামলায় আমানউল্লাহ আমান ও এক মামলায় সুলতান সালাউদ্দিন টুকুসহ মোট ২৩জন নেতা-কর্মী আদালতে উপস্থিত না হয়ে সময়ের আবেদন করেন।
শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হক শ্যামল সময়ের আবেদন নামঞ্জুর করে সবার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
একই সঙ্গে আগামী ১২ মার্চ সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেছেন আদালত। গত বছরের ১৩ নভেম্বর মামলা দু’টিতে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়।
দু’টি মামলার একটিতে ৬৫ জন এবং অন্যটিতে ২৪ জন আসামি করা হয়।
২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপিসহ ১৮ দলের অবরোধে সাভার থানার আমিন বাজারে ঢাকা-আরিচা মহাসড়কে যানবহন চলাচলে বাধা, যানবাহন ভাঙচুর ও জনমনে ত্রাস সৃষ্টির অভিযোগে মামলা দু’টি দায়ের করা হয়।
ওই বছরের ২৫ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫