ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

দানবের বিরুদ্ধে মানবতার বিজয় নিশ্চিত করতে হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
দানবের বিরুদ্ধে মানবতার বিজয় নিশ্চিত করতে হবে ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ভোলা: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশে দেশে জঙ্গিবাদ, আগুন সন্ত্রাস ও নাশকতা ঘটানো হচ্ছে। তাই গণতন্ত্রকে বাঁচাতে হলে দাবনের বিরুদ্ধে মানবের বিজয় নিশ্চিত করতে হবে।



বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোলার চরফ্যাশন ব্রজমোহন টাউন হল মিলনায়তনে বঙ্গোপসাগরে ক্ষুদ্র মৎস্যজীবীদের নিরাপত্তা ও বিচ্ছিন্ন দ্বীপবাসীর সুরক্ষায় তথ্য প্রযুক্তি শীর্ষক আলোচনা তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, খালেদা দেশকে পাকিস্তান বানাতে গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র করছে। তাই গণগন্ত্র রক্ষায় জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাহলেই দেশে শান্তি আসবে।
 
তথ্যমন্ত্রী বলেন, কিছু মহল সংলাপ ও নির্বাচনের জন্য তদরিব করছে। তারা কোন পক্ষে কাজ করছে?  তবে দেশে যতদিন পর্যন্ত সন্ত্রাস-নাশকতা, হত্যা বন্ধ না হবে ততদিন পর্যন্ত কোনো সংলাপ নয়।

তথ্যমন্ত্রী আরও বলেন, গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে গণতন্ত্র, জঙ্গিবাদ, বৈষম্য ও দারিদ্রতা- এ ৪ সমস্যা দূর করতে ৭১’র মত এখনও আমরা কাজ করে যাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।