ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

দেশব্যাপী জামায়াতের দোয়া কর্মসূচি শুক্রবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
দেশব্যাপী জামায়াতের দোয়া কর্মসূচি শুক্রবার

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের নায়েবে আমির আব্দুস সোবহানের ফাঁসির আদেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জামায়াতের সব নেতাকর্মীদের মুক্তির জন্য শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দেশব্যাপী দোয়া কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে এক বিবৃতিতে সংগঠনের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ নিন্দা জানানোর পাশাপাশি এ কর্মসূচি ঘোষণা করেন।

 

বিবৃতিতে তিনি বলেন, এ রায়ে আব্দুস সোবহান ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন। তাই এ রায়ের বিরুদ্ধে তিনি (আব্দুস সোবহান) উচ্চ আদালতে আপিল করবেন।

বিবৃতিতে অবিলম্বে মাওলানা আব্দুস সোবহানসহ আটক জামায়াতের সব নেতাকর্মীদের মুক্তির জন্য আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।